Pallibarta.com | Titl বরিশালে করোনায় মৃত্যু ২০ জনের, শনাক্ত ৪৭৯

সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১

বরিশালে করোনায় মৃত্যু ২০ জনের, শনাক্ত ৪৭৯

বরিশালে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১১ জন ও উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছেন। এদিকে কয়েক দিনের হিসেব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তর সংখ্যা প্রায় অর্ধেকে এসে দাঁড়িয়েছে। এই সময়ের মধ্যে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৪৭৯ জন। আজ রবিবার সকালে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৯ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরো ৯ জনের মৃত্যু হয়েছে।
মৃতদের ১১ জনের মধ্যে বরিশালে ৩ জন, পটুয়াখালীতে ৩ জন, ভোলায় ৪ জন ও পিরোজপুরে একজন রয়েছেন। এ নিয়ে বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৭ জনে।

একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৭৯ জন। তাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ হাজার ৭৪১ জন। আক্রান্তদের মধ্যে বরিশালে ১৭৭ জন পটুয়াখালীতে ৭১ জন, ভোলায় ৯৬ জন, পিরোজপুরে ৫৭ জন, বরগুনায় ৬১ জন ও ঝালকাঠিতে ১৭ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ২৯৬ জনে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০