সোমবার, ১৬ মে ২০২২
চট্টগ্রামের কর্ণফুলীতে ডুবে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে আরেক বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মে) সন্ধ্যায় নগরীর ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে কর্ণফুলী নদী ও টেকপাড়া খালের মোহনায় এ ঘটনা ঘটে।
প্রিয়ম দাস নগরীর পাথরঘাটা ওয়ার্ডের গঙ্গাবাড়ি এলাকার গোবিন্দ দাসের ছেলে। সে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল বলে জানা গেছে।
এ বিষয়ে ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব বলেন, ‘জলাবদ্ধতা প্রকল্পের আওতায় টেকপাড়া খাল খননের কাজ চলছে। মাটি তুলে যেখানে জমা রাখা হচ্ছে, সেখানে কয়েকটি মাঠের মতো হয়েছে। পাথরঘাটা গঙ্গাবাড়ি এলাকা থেকে শিশু-কিশোররা এসে প্রতিদিন বিকেলে সেখানে ফুটবল খেলে।’
তিনি আরও জানান, শুক্রবার বিকেলে একইভাবে কয়েকজন শিশু-কিশোর সেখানে খেলা করে। খেলার পর তারা সবাই নদীসংলগ্ন পানিতে গোসল করতে নামে। বিশাল দাস নামে সমবয়সী এক বন্ধুকে পানিতে তলিয়ে যাবার সময় প্রিয়ম গিয়ে তাকে টেনে তুলে। বিশাল তীরে ফিরলেও প্রিয়ম তলিয়ে যায়।
স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
প্রিয়মের স্বজন সবুজ দাস বলেন, ‘গঙ্গাবাড়ি থেকে কিছু দূরে কর্ণফুলী নদীসংলগ্ন এলাকায় প্রিয়মসহ কয়েকজন খেলছিল। খেলা শেষে গোসল করতে গিয়ে তলিয়ে গিয়ে সে একটি গর্তের মধ্যে আটকে যায়। খবর পেয়ে আমরা সবাই সেখানে যাই। ততক্ষণে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে কোতোয়ালী জোনের সহকারী কমিশনার মুজাহিদুল ইসলাম বলেন, ‘নদীতে গোসল করতে নেমে এক কিশোরের মৃত্যু হয়েছে। বিষয়টি নৌ-পুলিশের আওতাধীন। আমরা তাদের জানিয়েছি। সুরতহাল, ময়নাতদন্তসহ বাকি আইনগত প্রক্রিয়া নৌ-পুলিশ সম্পন্ন করবে।