রবিবার, ৪ জুন ২০২৩
সিলেট প্রতিনিধিঃ
সিলেটের জকিগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যুর পরদিনই তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে। উপজেলার মানিকপুর ইউপির দরগাবাহারপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে ওই পরিবারে মাতম চলছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে জকিগঞ্জের দরগাবাহারপুর গ্রামের মেঘনা বিলসংলগ্ন পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান কামরুল ইসলাম (৩৫)। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও তিনজন আহত হন। কামরুল ইসলাম পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। মাছ ধরে বিক্রি করে সংসার চালাতেন তিনি। গতকাল বেলা দেড়টার দিকে নিজ গ্রামের কবরস্থানে কামরুল ইসলামের দাফন সম্পন্ন হয়।
সেগুন বেগম হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসক।
কামরুলের মৃত্যুর খবর শোনার পর থেকে আহাজারি করতে করতে একাধিকবার মূর্ছা যান তাঁর স্ত্রী সেগুন বেগম (৩০)। এরই মধ্যে আজ রোববার সকালে তাঁর বুকে ব্যথা ওঠে। প্রতিবেশীরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সেগুন বেগম হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসক। এই দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশাররফ হোসেন বলেন, স্বামীর মৃত্যুর শোকে সেগুন বেগম আজ সকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে বিকেলে দাফন করা হয়েছে।