ফুলবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার - Pallibarta.com

বুধবার, ৭ জুন ২০২৩

ফুলবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

ফুলবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

আরিফুল ইসলাম আরিফ, ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ কেজিসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এসআই স্বপন সরকারের নেতৃত্বে একদল পুলিশ রোববার বিকালে বালারহাট টু-গোরুকমন্ডপ সড়কে একটি অটো রিকসা তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজাসহ হাতেনাতে এক নারী মাদক কারবারিকে আটক করে থানায় নিয়ে আসেন। এ সময় একটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।

আটক ওই নারীর নাম হেলেনা বেগম (৫৪)। তিনি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি মধ্য বাসুদেবপুর মাঠপাড়া গ্রামের মোরশেদ আলমের স্ত্রী।

ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত নারী মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত ওই নারীর বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও ৭টি মাদক মামলা রয়েছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০