ফুলবাড়ীতে মাইক্রোবাসে করে গাঁজা পাচারের সময় ৪২ কেজি গাঁজাসহ আটক -৩ - Pallibarta.com

সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

ফুলবাড়ীতে মাইক্রোবাসে করে গাঁজা পাচারের সময় ৪২ কেজি গাঁজাসহ আটক -৩

ফুলবাড়ীতে মাইক্রোবাসে করে গাঁজা পাচারের সময় ৪২ কেজি গাঁজাসহ আটক -৩

আরিফুল ইসলাম আরিফ, ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাইক্রোবাসে করে গাঁজা পাচারের সময় ৪২ কেজি গাঁজাসহ ৩ মাদক চোরাকারবারীকে পুলিশ আটক করেছে। বৃহস্পতিবার ০৮ ডিসেম্বর ভোরে ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সারওয়ার পারভেজের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার আমতলা জকারহাট এলাকায় ফুলবাড়ী-নাগেশ্বরী সড়ক থেকে তাদের আটক করেন।

আটককৃতরা হলেন, উপজেলার কুরুষা ফেরুষা জায়গীরটারী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে তৌহিদুল ইসলাম (৩৫) তালুক শিমুলবাড়ী গ্রামের আব্দুল মালেকের ছেলে সাদ্দাম হোসেন (২৪) রংপুর জেলার তাজহাট এলাকার আলম বাদশার ছেলে নাজমুল ইসলাম মনি (২৫)। এসময় শিমুলবাড়ী ঠাকুরপাঠ এলাকার শহিদার খন্দকারের ছেলে মাদক চোরাকারবারী শাহিন খন্দকার (৪৫) মোটরসাইকেল ফেলে কৌশলে পালিয়ে যান।
ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সারওয়ার পারভেজ জানান, মাইক্রোবাসে করে গাঁজা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ৪২ কেজি গাঁজা ও মাইক্রোবাস সহ ৩ কুখ্যাত মাদক চোরাকারবারী হাতেনাতে গ্রেফতার হয় একজন পালিয়ে যায়। আটককৃত ৩ জন ও পলাতক ১জন সহ মোট ৪ জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আটকদের কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০