আরিফুল ইসলাম আরিফ, ফুলবাড়ি প্রতিনিধিঃ
শিক্ষা সাম্য প্রগতি বাংলাদেশ যুব মহিলা লীগের মূলনীতি এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ যুব মহিলা লীগ ফুলবাড়ী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ত্রিবার্ষিক সম্মেলনে শামীমা খন্দকার পারুলকে সভাপতি ও আম্বিয়া বেগমকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ হলরুমে বাংলাদেশ যুব মহিলা লীগ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মারসাদ আক্তার খুঁকির উদ্বোধনে ত্রিবার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা মিয়া দুলাল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন, নুর ইসলাম শেখ, ফুলবাড়ী সদর ইউনিয়ন শাখার সভাপতি হবিবর রহমান হবি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলনসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।