ফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত - Pallibarta.com

মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

ফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

আরিফুল ইসলাম আরিফ, ফুলবাড়ী প্রতিনিধিঃ

জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর/২০২২ ও বিশ্ব হাত ধোয়া দিবস/২০২২ উদযাপন উপলক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য র‌্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর ২০২২) সকাল দশটায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ফুলবাড়ী, কুড়িগ্রাম এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ‘হাতের পরিচ্ছন্নতায়, এসো সবে এক হই স্লোগানে’ হাত ধোয়া প্রদর্শনী ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত করে।

হাত ধোয়া প্রদর্শনীতে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাসান আলী হাত ধোয়ার সঠিক পদ্ধতি দেখান। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে একটি র‌্যালি বের হয়ে ফুলবাড়ী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস, প্রাণী সম্পদ কর্মকর্তা মাসুদ রানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ফুলবাড়ী শাখার ব্যবস্থাপক মেজর কবির সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১