সোমবার, ২৭ মার্চ ২০২৩
আরিফুল ইসলাম আরিফ, ফুলবাড়ী প্রতিনিধিঃ
আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার ২২ অক্টোবর সকাল এগারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভা কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুমন কান্তি সাহা, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আকবর কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী প্রেসক্লাব সভাপতি মিলনসহ আরো অনেকে।
এ সময় বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করেন।