ফুটবল মৌসুমে পছন্দের দলের জার্সি কেনায় দোকানে ক্রেতাদের ভির - Pallibarta.com

শনিবার, ২ ডিসেম্বর ২০২৩

ফুটবল মৌসুমে পছন্দের দলের জার্সি কেনায় দোকানে ক্রেতাদের ভির

ফুটবল মৌসুমে পছন্দের দলের জার্সি কেনায় দোকানে ক্রেতাদের ভির

মিজানুর রহমান অপু, পটুয়াখালী প্রতিনিধিঃ

বিশ্বকাপ ফুটবল খেলাকে সামনে রেখে পছন্দের দলকে স্বাগত জানিয়ে পটুয়াখলীতে বিভিন্ন দোকানে জার্সি কেনা কাটায় ক্রেতাদের ভির গতকাল শুক্রবার বন্ধের দিনে ছুটি পেয়ে সকাল দেখা গেছে শহরের বিভিন্ন দোকানে সাপোর্টারদের পছন্দের দলের জার্সি কেনায় ব্যস্ত ক্রেতারা।

পটুয়াখালী শহরের সদর রোডে রিডার্স কর্নার সহ বিভিন্ন দোকানে ক্রেতার ভির দেখা যায় ক্রেতারা বলেন চলতি মাসে ফুটবল বিশ্বকাপ খেলা আর আমরা অনেকেই আর্জেন্টিনার সাপোর্টার এবং আমাদের আর্জেন্টাইন প্রিয় তারকা লিওনেল মেসি’র হয়তো শেষ বিশ্বকাপ খেলা হতে পারে।

তাই এবার বিশ্বকাপে আর্জেন্টিনার খেলার মান অনেক ভালো এবার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ এটা আমাদের আত্ম বিশ্বাস আর আগামী ২০ নভেম্বর বিকাল ৩ টায় আমাদের আর্জেন্টিনার র‍্যালি আছে তাই আগে জার্সি কিনতে হবে কারন পটুৃয়াখালীতে আর্জেন্টিনার জার্সির সংকট হতে পারে।

রিডার্স কর্নারের মালিক পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল বলেন গতো বিশ্বকাপের তুলনায় এবছরে একটু জার্সির চাহিদা বেশি আর্জেন্টিনা ব্রাজিল দুই দলের জার্সির চাহিদা বেশি আছে বেচাকেনা ভালো হচ্ছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১