Pallibarta.com | ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু - Pallibarta.com ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু - Pallibarta.com

মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১

ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু

ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু

ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু ।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নের শালগ্রামে বজ্রপাতে আশিক (১১) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেল মনসুরনগর ইউনিয়নের শালগ্রামে ফুটবল খেলতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহত আশিক শালগ্রামের বেলাল হোসেনের ছেলে ও স্থানীয় শালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
মনসুরনগর ইউপির সাবেক ইউপি সদস্য দোলোয়ার হোসেন জানান, বিকেলে অন্যদের সঙ্গে বাড়ির পাশে ফুটবল খেলছিল শিশু আশিক। এ সময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এক পর্যায়ে অন্য শিশুরা পাশের এক বাড়িতে আশ্রয় নিলেও আশিক বল আনতে মাঠের মধ্যে যায়। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, স্থানীয় গ্রাম পুলিশ তৎক্ষণিক বিষয়টি জানিয়েছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০