Pallibarta.com | প্রেমিককে নিয়ে বুদাপেস্ট যাচ্ছেন আলিয়া - Pallibarta.com

বুধবার, ২৭ অক্টোবর ২০২১

প্রেমিককে নিয়ে বুদাপেস্ট যাচ্ছেন আলিয়া

রণবীর কাপুরের সঙ্গে বলিউড সেনসেশন আলিয়া ভাটের প্রেম অনেকটা ওপেন সিক্রেট।  দুজনের দুর্দান্ত সময় কাটাচ্ছেন।  করোনায়ও দুজনের যোগাযোগে ছেদ পড়েনি।

এবার প্রেমিককে নিয়ে হাঙ্গেরি যাচ্ছেন আলিয়া ভাট।  এই জুটির আসন্ন সিনেমার শুটিং হবে সেখানে।

‘ব্রহ্মাস্ত্র’ শিরোনামের সিনেমাটি নির্মাণ করছেন অয়ন মুখার্জি।  এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।  তাদের শেষ শিডিউলের শুটিং হবে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে।

বলিউডের প্রভাবশালী গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, ২০১৮ সালে শুটিং শুরুর পর বহু বাধার সম্মুখীন হতে হয়েছে ‘ব্রহ্মাস্ত্র’-কে।  করোনা মহামারির কারণে শুটিং বন্ধ রাখা হয়।  করোনায় আক্রান্ত হন রণবীর কাপুর ও আলিয়া ভাট।

এরপর করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে মহারাষ্ট্র সরকার কারফিউ জারি করে, ফলে শুট বন্ধ হয়।

এখন যেহেতু বিধিনিষেধ উঠেছে তাই ছবির শুটিং শুরু হয়েছে।  এ সিনেমার শেষ পর্যায়ের শুট সারবেন বুদাপেস্টে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১