বুধবার, ৭ জুন ২০২৩
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় দশম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করে দিলেন ইউএনও মমতাজ বেগম। গতকাল (৯অক্টোবর) রবিবার বিকালে পাইকগাছা উপজেলার ৬নং লস্কর ইউনিয়নের আলমতলা গ্রামের মোঃ লোকমান মালী তার দশম শ্রেণি পড়ুয়া কন্যা (১৬) কে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ইউসুফপুর গ্রামের মোঃ আব্দুস সাত্তার সরদারের ছেলে মোঃ সাইফুল্লাহ এর সাথে বাল্য বিবাহের প্রস্তুতি চলছিলো।
খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর নির্দেশে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন ও আনসার কমান্ডার আবু হানিফ সরেজমিনে উপস্থিত হয়ে উক্ত বাল্য বিবাহ বন্ধ করে দেন এবং কন্যা প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে কন্যার পিতার নিকট থেকে লিখিত মুচলেকা নেন।এ সময় উপস্থিত জনতার সামনে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।