সোমবার, ২ অক্টোবর ২০২৩
আবু সাঈদ শাকিল, কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
বিমানবন্দর থেকে প্রবাসীকে আনতে গিয়ে মাইক্রোবাস দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রবাসীর স্ত্রীসহ গাড়ি চালক নিহত।
২৪ ডিসেম্বর (শনিবার) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়সূত্রে জানা যায়, নোয়াখালী সেনবাগ উপজেলার সেবারহাট মহিম খানের নতুন বাড়ির প্রবাসী বেলাল হোসেনকে বিমানবন্দর থেকে আনার জন্য স্ত্রী সন্তানসহ পরিবারের ৬ সদস্য ঢাকা যান।
ঢাকা থেকে গ্রামের বাড়ি নোয়াখালীর সেবারহাটে ফেরার পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর অদূরে মোহাম্মদ আলী বাজার এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় ঘটনাস্থলেই প্রবাসীর স্ত্রী নিপু আক্তার (৩০) ও গাড়ি চালক ইমাম হোসেন নিহত হয়েছেন। নিহত চালক ইমাম হোসেনের বাড়ি গোবিন্দপুরে বলে যানা গেলেও এখনও তার সঠিক পরিচয় পাওয়া যায়নি।
এ ছাড়া প্রবাসী বেলাল হোসেন ও তার দুই ছেলে, ১ জন ভাগিনা ও ১ জন শ্যালিকাসহ পরিবারের ৫ সদস্য গুরুতর আহত।
দুর্ঘটনায় গুরুতর আহত বেলাল হোসেনের ২ ছেলেকে আইসিইউতে এবং অন্য সদস্যদের সবাই বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।