প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বর্ণিল সাজে সজ্জিত করছে রাজশাহী শহরকে - Pallibarta.com

মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বর্ণিল সাজে সজ্জিত করছে রাজশাহী শহরকে

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বর্ণিল সাজে সজ্জিত করছে রাজশাহী শহরকে

হুমায়ুন কবীর,  রাজশাহীঃ
আগামী ২৯ জানুয়ারী ২০২৩ তারিখে রাজশাহীতে আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হবে, উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে আওয়ামী লীগের নগর ও জেলা শাখার নেতাকর্মীরা প্রচার প্রচারণা সহ বিভিন্ন কর্মসুচি পালন করছেন জনসভাকে সফল করার লক্ষ্যে। এদিকে রাজশাহী শহরকে বর্ণিল সাজে সজ্জিত করতে নিরলসভাবে কাজ করছে রাসিক এর বিভিন্ন ইউনিটির কর্মকর্তা কর্মচারিবৃন্দ।
পরিষ্কার পরিচ্ছন্নতা, সৌন্দর্য বৃদ্ধির জন্য গাছের পরিচর্যা, রাস্তাঘাট মেরামত, রাস্তার মাঝের ডিভাইডারের গ্রীল রং করা, আধুনিক লাইট স্থাপন সহ নানানবিধ কাজ। সিটি কর্পোরেশনের দ্বায়িত্বরত কর্মকর্তারা সরেজমিনে উপস্থিত থেকে কাজের তদারকি করছেন। মঙ্গলবার বেলা ২ টায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সিএনবি মোড়ে আধুনিক আলোকিত বাতি ও রাস্তা কার্পেটিং এর কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে কাজের অগ্রগতি সময় সার্বিক বিষয়ে খোঁজখবর নেন রাসিক মেয়র।
রাজশাহী মহানগরীর আলুপট্টি হতে কোর্ট পর্যন্ত সড়কে বসানো হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ী অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন সড়কবাতি।
রাজশাহী মহানগরীর আলুপট্টি হতে কোর্ট পর্যন্ত ৪ দশমিক ২ কিলোমিটার সড়কে বাসানো হচ্ছে ১৭৫টি দৃষ্টিনন্দন সড়কবাতির পোল। প্রতিটি পোলে থাকবে বিদ্যুৎ সাশ্রয়ী অত্যাধুনিক এলইডি বাতি।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার,নির্বাহী প্রকৌশলী এবিএম আসাদুজ্জামান সুইট,সহকারী ইনজামুল হক,উপ-সহকারী প্রকৌশলী আসাদুল ইসলাম সুমন সহ সংশ্লিষ্টরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১