রবিবার, ৪ জুন ২০২৩
পার্বত্য শান্তিচুক্তির ২৫ তম পূর্তি উপলক্ষ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন এবং খাগড়াছড়ি রিজিয়নের সম্মিলিত উদ্যোগে একটি বিশেষ কন্সার্ট এর আয়োজন করা হয়েছে। সেখানে সংগীত পরিবেশনা করবেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও মাননীয় সংসদ সদস্য মমতাজ বেগম, এমপি। তাছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে খাগড়াছড়ির শিল্পীদের বিভিন্ন পরিবেশনা।
সেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংস্রুইপু চৌধুরী অপু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ। কন্সার্টটি অনুষ্ঠিত হবে খাগড়াছড়ি স্টেডিয়ামে বিকাল ৩ ঘটিকায়। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে।