শুক্রবার, ২ জুন ২০২৩
আকরামুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে আরাফাত হোসেন যোগদান করেছেন। ৫ নভেম্বর-২২ সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর কার্যালয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে তিনি দায়িত্বভার গ্রহন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরাফাত হোসেন বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৭ তম ব্যাচের এ কর্মকর্তা গোপালগঞ্জ জেলা সদরের আলাউদ্দীন চৌধুরীর ছেলে ও মা’য়ের নাম আকলিমা খাতুন। আরাফাত হোসেন বিগত ২০১৯ সালে সহকারী কমিশনার হিসেবে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। এর পর ২০২১ সালে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন ও সর্বশেষ পাইকগাছা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন।