পাইকগাছায় লামিয়া নামে এক বধু'র আত্মহত্যা! - Pallibarta.com

শুক্রবার, ২ জুন ২০২৩

পাইকগাছায় লামিয়া নামে এক বধু’র আত্মহত্যা!

পাইকগাছায় লামিয়া নামে এক বধু'র আত্মহত্যা!

আকরামুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছায় গলাঁয় রশিতে ঝুলন্ত অবস্থায় লামিয়া নামে এক বধু’র ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক ভাবে জানাগেছে, স্বামী ও বাপের বাড়ির পারিবারিক বিরোধে শনিবার সকাল ৮ টার দিকে উপজেলার কপিলমুনির শ্যামনগরে স্বামীর বাড়ির বসত ঘরের আড়ায় লামিয়া গলাঁয় রশিতে আত্মহত্যা করেছেন।

এর পুর্বেই স্বামী তপু গোলদার কাজের সন্ধ্যানে বাড়ি থেকে বেরিয়ে পড়লেও তার সৎ মা ও দাদী বাড়িতে ছিল। লামিয়া তালা উপজেলার গুনা গোপালপুরের খান রুবেলের মেয়ে। সুত্র বলছেন ৮/৯ মাস আগে,দু’জনের সম্পর্ক থেকে বিবাহ হয়।

দুটি পরিবারই অভাবী। সম্পর্কের বিয়েতে পিতা এ সৎ মায়ের আপত্তি থাকায় উভয় পরিবারে মতপার্থক্য দেখা দেয়। অভিযোগ উঠেছে এর জের ধরে সর্বশেষ লামিয়া আত্মহত্যার পথ বেছে নেয়। খবর পেয়ে পুলিশের এসআই মোঃ কায়েস মিয়া ঘটনাস্থলে পৌঁছে নিহতে’র সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে লাশের ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠিয়েছেন। এ বিষয়ে ওসি মোঃ জিয়াউর রহমান প্রাথমিক ভাবে ধারনা করছেন পারিবারিক কলহ থেকে সে আত্মহত্যা করতে পারে। আঘাতে মৃত্যু কিনা? বা আত্মহত্যা মৃত্যু হলো কিনা তা ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই সবকিছু পরিস্কার হবে বলে তিনি মন্তব্য করেন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০