পদ্মায় ডুবে স্ত্রী নিহত, নিখোঁজ স্বামী, দুই সন্তান জীবিত উদ্ধার - Pallibarta.com

সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

পদ্মায় ডুবে স্ত্রী নিহত, নিখোঁজ স্বামী, দুই সন্তান জীবিত উদ্ধার

পদ্মায় ডুবে স্ত্রী নিহত, নিখোঁজ স্বামী, দুই সন্তান জীবিত উদ্ধার

হুমায়ুন কবীর, রাজশাহীঃ
রাজশাহীতে পদ্মা নদীতে গোসলে নেমে এক ব্যাংক কর্মকর্তার স্ত্রী মাঞ্জুরী তানভীর নিশিরের (৩২) মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার সুলতানগঞ্জ মহল্লার বিপরীতে বালুগ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মাঞ্জুরী তানভীর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সানজামুল ইসলাম নয়নের বোন বলে জানা গেছে। এ ঘটনায় মাঞ্জুরী তানভীরের স্বামী ব্যাংক কর্মকর্তা সালাহউদ্দিন কাদের রূপন (৩৮) নিখোঁজ রয়েছেন। রূপন উত্তরা ব্যাংকের কিশোরগঞ্জ শাখায় কর্মরত। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর এলাকায়।

জানা গেছে, শুক্রবার সকালে ওই দম্পতিসহ শ্রীমন্তপুর মহল্লার ১৫-২০ জন নৌকায় চড়ে পদ্মার বালুগ্রাম চরে বনভোজন করতে যান। দুপুরে পদ্মায় গোসল করতে নামেন তারা। এ সময় তারা চারজন নিখোঁজ হন।পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ওই দম্পতির দুই সন্তানকে জীবিত উদ্ধার করতে পারলেও মাঞ্জুরী তানভীরের মরদেহ উদ্ধার করেন।

কিন্তু ব্যাংক কর্মকর্তা সালাউদ্দিনকে এখনও পাওয়া যায়নি।বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গোদাগাড়ী সদর স্টেশনের সাব অফিসার নমির উদ্দিন জানান, বনভোজনে গিয়ে রান্না শেষে কয়েকজন পদ্মা নদীতে গোসল করতে নামেন। এসময় সালাহউদ্দিন ও মাঞ্জুরীসহ চারজন তলিয়ে যান।

তখন সঙ্গে থাকা অন্যরা মাঞ্জুরীসহ তিনজনকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে নেওয়ার পথে মাঞ্জুরীর মৃত্যু হয়। তিনি আরও জানান, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। রাজশাহী সদর স্টেশন থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছেই অভিযান শুরু করে। নিখোঁজ ব্যাংক কর্মকর্তার সন্ধানে পদ্মার তলদেশে উদ্ধার অভিযান চালানো হয়। তবুও সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ তার সন্ধান পাওয়া যায়নি। ক্রিকেটার সানজামুলের বড় বোন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেটার সৌরভ।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০