পটুয়াখালী সরকারি মহিলা কলেজ এর ৫৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত - Pallibarta.com

রবিবার, ২৬ মার্চ ২০২৩

পটুয়াখালী সরকারি মহিলা কলেজ এর ৫৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পটুয়াখালী সরকারি মহিলা কলেজ এর ৫৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান সুজনঃ

“ক্রীড়াই শক্তি,ক্রীড়াই বল”- এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালী সরকারি মহিলা কলেজ এর ৫৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১১মার্চ শনিবার সকালে পটুয়াখালী সরকারি মহিলা কলেজ এর আয়োজনে প্রতিষ্ঠানের মাঠে জাতীয় পতাকা, বেলুন ফেস্টুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ৫৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোঃ আফজাল হোসেন।

পটুয়াখালী সরকারি মহিলা কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আক্দুল মালেক এর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক ইংরেজী বিভাগ এ টি এম কামরুজ্জামান এর সঞ্চালনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ভিপি আব্দুল মান্নান,যুগ্ম সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ার, পৌরমেয়র মহিউদ্দিন আহমেদ, ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক মুহাম্মাদ মেজবাহ উদ্দিন, ৫৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর আহবায়ক রসায়ণ বিভাগের সহকারী অদ্যাপক মোহাম্মাদ রাশেদুল হাসান,শিক্ষক পরিষ সচিব ইতিহাস বিভাগের সহকারী অদ্যাপক মোঃ ফারুক হোসেন,জেলা পিপি এ্যাড. নজরুল ইসলাম বাদল। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী সরকারি মহিলা কলেজ এর ৫৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষক মন্ডলী, ছাত্রীরা, অভিভাবক,কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১