মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
মোস্তাফিজুর রহমান সুজনঃ
পটুয়াখালী শের-ই-বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫১ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন।
গতকাল সোমবার রাতে শের-ই-বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জহিরুল হক খোকন এর সভাপতিত্বে ৫১তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সাংস্কৃতিক ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান খান, আইন বিষয়ক সম্পাূক মোঃ নজরুল ইসলাম বাদল, উপদপ্তর সম্পাদক জিএম জাফর কিরন, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক সরদার সোহরাব হোসেন, জেলা পরিষদের সদস্য ইঞ্জি: এ্যাডভোকেট মোঃ জামাল হোসেন।
সকালে এ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা মিনিএ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান খান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আকমল হোসেন, সাবেক সহকারী প্রধান শিক্ষক মোঃ নুরুল আমিন। দিনব্যাপী বিভিন্ন ইভেন্ট প্রতিযগিতা শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।