পটুয়াখালীতে ১৫'শ' ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক - Pallibarta.com

মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩

পটুয়াখালীতে ১৫’শ’ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

পটুয়াখালীতে ১৫'শ' ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মোস্তাফিজুর রহমান সুজনঃ

পটুয়াখালীতে ১৫’শ’ পিস ইয়াবাসহ মোঃ জসিম উদ্দিন (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২২ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটার দিকে দুমকি থানা গেট এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক জসিম উদ্দিন দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিসা গ্রামের দেলোয়ার হোসেন ফকিরের ছেলে।

রবিবার সান্ধায় পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও প্রশাসন আহমদ মাঈনুল হাসান।

লিখিত বক্তব্যে তিনি বলেম, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুমকি থানা গেট এলাকার জিহাদ মেশিনারির দোকানের সামনের সড়ক থেকে মোঃ জসিম উদ্দিনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।

এসময় তল্লাশি চালিয়ে তার সাথে থাকা পটাটা বিস্কুটের প্যাকেটের মধ্যে থেকে ১৫ ‘শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি এ কে এম আজমল হুদা বলেন, তার বিরুদ্ধে দুমকি থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

উদ্ধারকৃত আলামতসহ তাকে সোমবার আদালতে পাঠানো হবে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১