শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
মোস্তাফিজুর রহমান সুজনঃ
পটুয়াখালীতে ঐতিয্যবাহী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ১৩৭ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতারণ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ২২ ফেব্রুয়ারি জুবিলীয়ান মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্ভোধনের সূচনা করেন।
পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম এসময় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, ডাঃ এস এম, কবির হাসান সিভিল সার্জন পটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ হুমায়ুন কবির, মুহাঃ মুজিবুর রহমান জেলা শিক্ষা অফিসার, মোঃ রফিকুল ইসলাম প্রধান শিক্ষক সরকারি বালিকা বিদ্যালয়, মিসেস নার্গিস আরা হক প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত জুবিলী উচ্চ বিদ্যালয়, মুঃ সিরাজুল হক প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত জুবিলী উচ্চ বিদ্যালয় পটুয়াখালী, সার্বিক তত্বাবাধনে ছিলেন মোঃ ইউনুছ সহকারি প্রধান শিক্ষক (প্রভাতী শাখা) জুবিলী উচ্চ বিদ্যালয় ও মোঃ আলাউদ্দিন শিফট ইনচার্জ দিবা শাখা। এবং সকল শ্রেনীর শিক্ষার্থীদের অভিভাবক ও সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।