শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
মোস্তাফিজুর রহমান সুজনঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৫৭) নামের বরগুনা গোয়েন্দা পুলিশের (ডিএসবির) এসআইর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০২মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে বাকেরগঞ্জ বরগুনা সড়কের কাঠালতলি ইউনিয়নের চুন্নু সিকদারের বাড়ির সামনে একটি এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের চালক রনি (৩০) ও হেলপার সাকিলকে (৩২) আটক করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।
এছাড়াও হানিফ পরিবহনের বাসটিকে জব্দ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম তার ব্যক্তিগত মটরসাইকেলে বরগুনার দিকে যাওয়ার সময় অপর দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়।
বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হওয়ার সাথে সাথে স্থানীয়রা দৌড়ে গিয়ে মুমূর্ষ অবস্থায় নজরুল ইসলামকে বাকেরগঞ্জ মেডিকেলে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, বরগুনা ডিএসবির এসআই নজরুল ইসলাম ছুটিতে তার নিজ বাড়ি বাকেরগঞ্জ ছিলেন।
ছুটি শেষে তার নিজ কর্মস্থল বরগুনায় তার ব্যাক্তিগত মটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে মির্জাগঞ্জের কাঠালতলি পৌঁছালে সামনে থেকে আসা হানিফ পরিবহন নামের একটি বাস তাকে সামনে দিয়ে ধাক্কা মারে। এতেই নজরুল ইসলাম নিহত হয়।
তবে এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।