পটুয়াখালীতে মান্তা সম্প্রদায়ের পাশে ধ্রুবতারা - Pallibarta.com

শনিবার, ২ ডিসেম্বর ২০২৩

পটুয়াখালীতে মান্তা সম্প্রদায়ের পাশে ধ্রুবতারা

পটুয়াখালীতে মান্তা সম্প্রদায়ের পাশে ধ্রুবতারা

নৌকায় জন্ম নৌকায় মৃত্যু, নৌকায় যাদের বসবাস তারা হলেন পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বিপ রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের আশে পাশে বসবাসরত মান্তা সম্প্রদায়।

বৃহস্পতিবার ( ১৯ জানুয়ারি) সকালে চরমোন্তাজ স্লুইসগেট এলাকার ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে মান্তা পল্লীতে প্রত্যেক পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

পটুয়াখালী জেলা শাখার সভাপতি ফারহানা মিশু টুম্পা জানান, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমীয় প্রাপন চক্রবর্তী অর্কর নির্দেশে সারাদেশের ন্যায় পটুয়াখালীতে ও এ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

এসময় কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন রাঙ্গাবালী উপজেলা শাখার উপদেষ্টা এডভোকেট জসীম উদ্দীন, পটুয়াখালী জেলা শাখার সভাপতি ফারহানা মিশু টুম্পা, সাধারণ সম্পাদক আহম্মেদ কাওসার ইবু, এশিয়ান টেলিভিশনের রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি আইয়ুব খান, গলাচিপা উপজেলা শাখার সদস্য তৌফিক হাসান ও আরিফুল ইসলাম অবদান, রাঙ্গাবালী উপজেলা শাখার সদস্য বৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক আহম্মেদ কাওসার ইবু বলেন, অসহায় নারী ও শিশু সহ সারাদেশে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ধ্রুবতারা।

সোনারচর খ্যাত এই মান্তা সম্প্রদায়ের পাশে ধ্রুবতারা আছে এবং থাকবে মান্তাদের বিভিন্ন প্রশিক্ষণ ও কিশোরীদের স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ দেয়া হবে।

বড়বাইশদিয়ায় রাখাইন সম্প্রদায়ের পাশে ও তাদের উন্নয়নে ধ্রুবতারা কাজ করবে বলে জানান তিনি ।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১