মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
মোস্তাফিজুর রহমান সুজনঃ
পটুয়াখালীতে জেলা মহিলা যুবলীগের আহবায়ক তানিয়া খানম মিলা মৃধার নিজ অর্থায়নে প্রায় দুইশত দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ
করা হয়েছে।
শুক্রবার ২০ জানুয়ারি বিকাল ৪টায় শহরের দক্ষিণ সবুজবাগ এলাকায় জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ কাজী আলমগীর হোসেন এর নিজস্ব অফিসের সামনে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় জেলা মহিলা যুবলীগের আহবায়ক তানিয়া খানম মিলা মৃধার সভাপতিত্বে শীতবস্ত্র কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক গাজী হাফিজুর রহমান সবির, আওয়ামীলীগ নেতা ফোরকান মাতুব্বর,জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি খলিলুর রহমান, জেলা যুব মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক শাহানাজ পারভীন ছবি, যুগ্ম আহবায়ক সোনিয়া খানম জেমি, যুগ্ম আহবায়ক তাছিনুর, সদস্য শাহিনুর আক্তার, তানিয়া আহমেদ, রিনা, জিনিয়া আক্তার, মুন্নী, নার্গিস, সুমি প্রমুখ।
কম্বল বিতরণ শেষে তানিয়া খানম মিলা মৃধা জানান, গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় দুস্থ ও অসহায় পরিবারের মানুষ গুলো অনেক কস্টে জীবন যাপন করতেছে।
যাদের পক্ষে শীতবস্ত্র কম্বল কেনা সম্ভব না তাই জেলা যুব মহিলা লীগের পক্ষ থেকে তাদের পাশে দাড়িয়েছি।
এছাড়া শীত মৌসুমে শীতার্তদের মাঝে এ কম্বল বিতরন অব্যাহত থাকবে বলে তানিয়া খানম মিলা মৃধা।