সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
মোস্তাফিজুর রহমান সুজনঃ
পটুয়াখালী বার কাউন্সিল নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২৮ ফেব্রুয়ারি মঙ্গল সকাল থেকে পটুয়াখালী জেলা আইনজীবি সমিতি নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী এ্যাড. ইউনুছ আলী মোল্লা সভাপতি পদে ২৬০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়। তার নিকটতম আ. লীগ সমর্থিত সভাপতি পদে প্রার্থী হয়ে এ্যাড. মুজাহিদুল ইসলাম জাহিদ প্রতিদন্দীতা করে ১৮৬ ভোট পেয়ে পরাজিত হন।
এবং সাধারন সম্পাদক পদে বিএনপি সমর্থিত প্রার্থী এ্যাড. জাকির হোসেন মঞ্জু মৃধা ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম আ.লীগ সমর্থিত সাধারন সম্পাদক পদে এ্যাড. উজ্জল বসু ১৯৯ ভোট পেয়ে পরাজিত হন।
এছাড়া সহ সভাপতি নির্বাচিত হয়েছেন আ. লীগ সমর্থিত প্রার্থী আব্দুস ছালাম তিনি ২৫৮ ভোট পেয়েছেন। সহ সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী ২৫৬ ভোট পেয়ে এ্যাড. জাহিদুল ইসলাম রকি।