Pallibarta.com | পটুয়াখালীতে ফুটবল খেলার সময় স্কুলছাত্রের মৃত্যু - Pallibarta.com

বুধবার, ২০ অক্টোবর ২০২১

পটুয়াখালীতে ফুটবল খেলার সময় স্কুলছাত্রের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ফুটবল খেলার সময় নাঈম হোসেন (১৭) নামের এক স্কুলছাত্রের আকস্মিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে মৌডুবি ইউনিয়নের বাইলাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম বাইলাবুনিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে এবং মৌডুবি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। নাঈমের আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী ও পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

নাঈমের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় কিশোর-তরুণদের সঙ্গে শুক্রবার দুপুর ১২টার দিকে বাইলাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গোল রক্ষক হিসেবে নাঈম ফুটবল খেলা করছিল। খেলা চলাকালীন দৌড়াদৌড়ি করার সময় নাঈম হঠাৎ মাঠের মধ্যে পড়ে যায়। সেখান থেকে উঠে দ্বিতীয় বার দৌড় দিলে আবারও পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। পরে স্থানীয় চিকিৎসক এসে নাঈমকে মৃত ঘোষণা করেন।

মৌডুবি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আজাদ জানান, বল খেলতে গিয়ে দুইবার মাঠে পড়ে গিয়েছিল নাঈম। শেষবার পড়ে গিয়ে আর উঠতে পারেনি। ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করেছে। ধারণা করা হচ্ছে, হয়তো সে স্ট্রোক করে মারা গেছে।

রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, লোকমুখে শুনেছি যে এ রকম একটা ঘটনা ঘটছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১