মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
মিজানুর রহমান অপু,পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীতে প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগ ২০২০ এ পদ সংখ্যা বৃদ্ধিচাই বিবিসি সাক্ষাত কারে বিদায়ী স্যারের মোতাবেক ৫৮ হাজার সংখ্যা নিয়োগ চাই।
দাবিতে “মুজিব বর্ষের অঙ্গিকার থাকবো না কেউ বেকার” এই শ্লোগানকে সামনে রেখে মানব বন্ধন করেন প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ ২০২০ এর চাকুরি প্রত্যাশা বৃন্ধরা।
গতকাল বুধবার সকাল ১১টায় শহরের গোরস্থান রোডে একটি মিছিল বেরহয় মিছিলে নিয়োগ প্রত্যাশীদের শ্লোগান ছিলেন পরিচালিত নিয়ম অনুযায়ী মোট ভাইভা প্রতি তিন জনের একজন প্রার্থী নিয়োগ চাই।
শূন্য পদ থাকা সাপেক্ষে সর্বচ্চ সংখ্যক নিয়োগ চাই পরে মিছিল কারিরা মিছিল শেষে পটুয়াখালীতে বানব বন্ধন কর্ম সূচি পালন করেন।