পটুয়াখালীতে দশ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার - Pallibarta.com

মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩

পটুয়াখালীতে দশ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পটুয়াখালীতে দশ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোস্তাফিজুর রহমান সুজনঃ

পটুয়াখালীতে দশ কেজি গাঁজাসহ মনির হোসেন প্যাদা (৩৫) ও ইউসুফ কাজী (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)। ২২ ফেব্রুয়ারী বুধবার ভোরে সদর থানার পটুয়াখালী ব্রীজের টোল প্লাজা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মনির হোসেন প্যাদা আমতলীর আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা গ্রামের মৃত্যু আঃ সত্তার প্যাদার ছেলে এবং ইউসুফ কাজী একই গ্রামের মৃত্যু কাসেম কাজীর ছেলে।

ডিবি পুলিশের এসআই (নিঃ) সম্বিত রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মনির হোসেন প্যাদাকে নীল পলিথিনে কসটেপে প্যাচানো ০৩টি গাঁজার প্যাকেট যার ২টি প্যাকেটে ২ কেজি করে ৪ কেজি এবং অন্যটিতে ০১ কেজি গাঁজাসহ মোট ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অপর দিকে ইউসুফ কাজীর থেকেও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ১০ কেজি গাঁজার আনুমানিক বাজার মূল্য চার লক্ষ টাকা।

পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি এ কে এম আজমল হুদা বলেন, গ্রেফতারকৃত মনির হোসেন প্যাদার বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন মামলা রয়েছে যা বিজ্ঞ আদালতে বিচারাধীন।

তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১