পটুয়াখালীতে ডিবির হাতে গরুসহ ৩ চোর গ্রেফতার - Pallibarta.com

শনিবার, ২ ডিসেম্বর ২০২৩

পটুয়াখালীতে ডিবির হাতে গরুসহ ৩ চোর গ্রেফতার

পটুয়াখালীতে ডিবির হাতে গরুসহ ৩ চোর গ্রেফতার

মোস্তাফিজুর রহমান সুজনঃ

পটুয়াখালীতে ৩ টি চোরাই গরুসহ ৩ চোরকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ২৩ জানুয়ারি সোমবার ভোরে পৌর শহরের ১ নং ওয়ার্ডের চন্দন বাড়ীয়া। সুলতান মৃধার ব্রিকস ফিল্ডের উত্তর পাশে লোহালিয়া নদীর চর থেকে গরুসহ তাদের আটক করা হয়।

আটকৃতরা হলো, মোঃ মাহাবুল সিকদার (৪৬), মোঃ কামাল হাওলাদার (৪০), মোঃ জসিম (৩৮)। মাহাবুল দশমিনা উপজেলার পূর্ব লক্ষীপুর এলাকার ফয়জের আলী সিকদার ছেলে, কামাল হাওলাদার গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নের চর আগস্তি গ্রামের মৃত কাদের হাওলাদারের ছেলে এবং জসিম একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হযরত আলী আকনের ছেলে।

ডিবি পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম পিপিএম এর নির্দেশনায় ও ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি এ কে এম আজমল হুদার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপার কলাগাছিয়া ইউনিয়ন থেকে চুরি হওয়া ৩টি গুরু ট্রলার যোগে লোহালিয়া নদীর চর থেকে ৩ গরু চোরকে আটক করা হয়।

আটকৃতদের মধ্যে মাহাবুল সিকদারের নামে পটুয়াখালী থানা এবং দশমিনা থানায় ০৫ টি গরু চুরির মামলা চলমান রয়েছে।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি এ কে এম আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১