
মিজানুর রহমান অপু, পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর সদর উপজেলার খলিসাখালী গ্রামের চতুর্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ধর্ষিতার পরিবার ও এলাকাবাসী।
বৃহষ্পতিবার বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধনে ভূক্তোভোগির পরিবার ও শতাধিক এলাকাবাসী অংশ গ্রহন। এসময় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন শিশুর বাবা গোলাম মস্তোফা, বড় বোন লতিফা জান্নাত ও আয়শা বেগম।
বক্তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবী করেন এবং ভবিষ্যতে যাতে কোন শিশু কন্যা ধর্ষনের শিকার না হয় সে জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
৩ ডিসেম্বর বিকাল ৩টার দিকে ঐ শিশু কন্যা প্রাইভেট পড়তে যাওয়ার সময় একই এলাকার সাব্বির গাজী মুখ চেপে ধরে নির্জন স্থানে নিয়ে ভয় দেখিয়ে ধর্ষন করে।
এ ঘটনায় ধর্ষক সাব্বিরকে গ্রেফতার করেছেন পটুয়াখালী সদর থানা পুলিশ।