সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
মোস্তাফিজুর রহমান সুজনঃ
ইউনুছ ফরাজী ও তার মেয়ে সহ পুরো পরিবারের দীর্ঘদিনের জুলুম নির্যাতনের প্রতিবাদে পটুয়াখালীর মহিপুরে মানববন্ধন করেন এলাকা বাসি। সোমবার বেলা এগারোটায় মহিপুর ইউনিয়নের সুধীরপুর গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন সুধীরপুর গ্রামের হারুনর রশিদ, রশিদ খান, তৈয়বালী খান ও সত্তার মুসুল্লী। মানববন্ধনে সুধীরপুর ও কোমরপুর গ্রামের শত শত মানুষ অংশগ্রহন করেন।
বক্তারা বলেন, ইউনুছ ফরাজীর জামাতা বনি আমিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। এর প্রতিবাদ করতে গিয়ে ওই এলাকার অনেক মানুষ তার হামলার শিকার হয়েছে। এছাড়া বর্তমানে তার মেয়েরা এলাকার মানুষের নামে ধর্ষন মামলা দেয়ার হুমকি দিচ্ছে। তাই তারা এ জুলুম নির্যাতন থেকে বাঁচতে প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান।