পঞ্চগড়ে বাংলাদেশ কৃষক লীগের তিন ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত - Pallibarta.com

সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

পঞ্চগড়ে বাংলাদেশ কৃষক লীগের তিন ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত

পঞ্চগড়ে বাংলাদেশ কৃষক লীগের তিন ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত

পঞ্চগড়ে বাংলাদেশ কৃষকলীগের সদর উপজেলার তিনটি ইউনিয়নের একত্রে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার জগদল হাইস্কুল মাঠে বাংলাদেশ কৃষক লীগের পঞ্চগড় সদর উপজেলার তিন ইউনিয়ন সাতমেরা, অমরখানা ও সদর ইউনিয়নের ত্রি -বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কুদ্দুস প্রামানিক। অমরখানা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে এবং সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ মফিজার রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মজহারুল হক প্রধান। এসময় প্রধান অতিথির বক্তব্যে সরকারের উন্নয়ন অগ্রযাত্রার বিরুদ্ধে বি এন পির নৈরাজ্য, মিথ্যা অপপ্রচারকে প্রতিহত করার আহবান জানান তিনি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল লতিফ তারিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার সাদাত সম্রাট, মোশারফ হোসেন সাবেক অর্থ বিষয়ক সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান শেখ মিলন, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আল তারিক,জেলা কৃষক লীগের সভাপতি আজিজার রহমান আজু, সাধারণ সম্পাদক মাসুদ করিম সিদ্দিকী, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেন, কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রশিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ তবিবর রহমান,পৌর সভাপতি আকতারুন নাহার সাকী,সাধারণ সম্পাদক সাইদুর রহমান, অমরখানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান, সদর ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম, সাতমেরা ইউনিয়ন সভাপতি ফজলুর রহমান, অমর খানা ইউনিয়ন সাধারণ সম্পাদক আবু সাঈদ, সদর সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আলমগীর হোসেন বাবু,সাতমেরা ইউনিয়ন সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জমশেদ আলী
সহ স্থানীয় আওয়ামী লীগ এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সম্মেলন শেষে ১নং অমর খানা, ৩নং পঞ্চগড় সদর ও ৬ নং সাতমেরা কৃষক লীগের নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকদের নাম ঘোষণা করা হয়।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০