পঞ্চগড়ের বোদা পৌরসভার ভোট শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত - Pallibarta.com

সোমবার, ২ অক্টোবর ২০২৩

পঞ্চগড়ের বোদা পৌরসভার ভোট শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত

পঞ্চগড়ের বোদা পৌরসভার ভোট শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড়ের বোদা পৌরসভার ভোট শান্তি পূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে পঞ্চগড় পৌরসভার ভোট শুরু হয়ে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দেয় পৌরসভার ভোটাররা। বিকাল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহন চলে। এসময় উৎসবমূখর পরিবেশে তীব্র শীতকে উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় ভোটারদের।

বোদা পৌরসভা নির্বাচনে মেয়র পদে চার (৪)জন বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত মোঃ আজাহার আলী (নৌকা),সতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ দিলরেজা ফেরদৌস (জগ), ইসলামি আন্দোলন সমর্থিত মওদুদ খান (হাতপাখা), সতন্ত্র প্রার্থী হিসেবে একে এম আখতার হোসেন (হাসান) নারিকেল গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও তিনটি ওয়ার্ডে সংরক্ষিত নারী ওয়ার্ডে নয় (৯) জন ও নয়টি সাধারণ ওয়ার্ডে মোট উনত্রিশ (২৯) জন সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গননা প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১