সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
পঞ্চগড় প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড় জেলার সংসদীয় আসন পঞ্চগড় ১ ও ২ এর জাকের পার্টির প্রার্থী বাছাই হয়েছে। শনিবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে পঞ্চগড় ১ এর এবং সন্ধ্যায় দেবীগঞ্জে পঞ্চগড় ২ এর কাউন্সিলের মাধ্যমে পার্থী বাছাই করা হয়। জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের নির্দেশে এই পার্থী বাছাই ও মতবিনিময় সভায় জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য মুরাদ হোসেন জামাল এবং মাহবুবুর রহমান হায়দার বক্তব্য রাখেন। এসময় জাকের পার্টির মহাসচিব বলেন, অনেকেই আজকে গনতন্ত্রের কথা বলে কিন্তু তাদের দেশ চালানোর অবস্থা এদেশের মানুষ দেখেছে তাঁরা ধোঁয়া তুলসি পাতা নয়। এসময় তিনি গনতন্ত্র প্রতিষ্ঠায় জাকের পার্টিতে যোগদানের আহবান জানান।
পঞ্চগড় জেলা জাকের পার্টির সভাপতি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আয়নাল হকের সভাপতিত্বে আরো বক্তব্য দেন,জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মুফতি মাওলানা মাসুম বিল্লাহ, স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মুফতি মাওলানা শরিফুল ইসলাম ও স্থায়ী কমিটির সদস্য রবিউল ইসলাম (রবি) প্রমুখ।
নির্বাচনীয় কাউন্সিল ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, জাকের পার্টির কেন্দ্রীয় যুব সেচ্ছাসেবক ফ্রন্ট এর সাধারণ সম্পাদক মোর্শেদ হাসান জামাল, কেন্দ্রীয় মৎস্যজীবী ফ্রন্টের সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেনে, কেন্দ্রীয় যুব হিন্দু ভক্ত ফ্রন্টের সাধারণ সম্পাদক বিল্পব বণিক, কেন্দ্রীয় শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক শেখ মো: নজরুল ইসলাম, কেন্দ্রীয় বস্তহারা ফ্রন্টের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, কেন্দ্রীয় কৃষক ফ্রন্টের সাধারণ সম্পাদক মহিউদ্দিন ফকির, কেন্দ্রীয় তালাবা ফ্রন্টের সাধারণ সম্পাদক মুফতি মাও কাউসার আহমেদ প্রমুখ।
পরে কাউন্সিলের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় ১ আসনের প্রার্থী জেলা জাকের পার্টি পঞ্চগড় জেলার সাংগঠনিক সম্পাদক সুমন রানা এবং পঞ্চগড় ২ আসনে দেবীগঞ্জ উপজেলার জাকের পার্টির সভাপতি শাহালম প্রধান কে ঘোষণা করা হয়।