পঞ্চগড়ে ১৮ বিজিবি'র দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ - Pallibarta.com

মঙ্গলবার, ৬ জুন ২০২৩

পঞ্চগড়ে ১৮ বিজিবি’র দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড়ে ১৮ বিজিবি'র দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮-বিজিবি) উপ-শাখা সীপকস দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। মঙ্গলবার (২৯-নভেম্বর) সকালে পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮-বিজিবি) প্যারেড গ্রাউন্ডে এলাকার শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

বিজিবি জানিয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশের নির্দেশনা মোতাবেক উপ-শাখা সীপকস, পঞ্চগড়ের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতার্তদের হাতে কম্বল তুলে দেন পঞ্চগড় উপ-শাখা সীপকসের সাধারণ সম্পাদীকা তামজিদা খাতুন এলমা। হাতে কম্বল নিয়ে খুশি বাড়ি ফিরেন এলাকাবাসী। এ সময় তারা বলেন, আমরা অসহায় মানুষ। শীতের কাপড় কেনার সামর্থ্য নেই। বিজিবি পরিবার আমাদের প্রত্যেককে একটি করে কম্বল দিয়েছে। প্রতিবছর এভাবে দেওয়া হয়।

আমরা বিজিবি পরিবারের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি। ষাটোর্ধ এক বৃদ্ধ মহিলা বললেন, “আমার দেখাশোনা করার কেউ নেই।” ঠান্ডার কারণে রাতে ঘুমাতে খুব কষ্ট হয়। আমি আজ একটি কম্বল পেয়েছি, আমি এটা নিয়ে ঘুমাতে পারি। আমি কম্বল পেয়ে খুব খুশি। এ বিষয়ে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮-বিজিবি) জানিয়েছে, উপ-শাখা সীপকসের পক্ষ থেকে আজ দেড় শতাধিক স্থানীয় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। পঞ্চগড় জেলার স্থানীয় সাধারণ মানুষ বিজিবির জনকল্যাণমূলক কাজের প্রশংসা করেছেন। তারা বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্তে বসবাসরত সাধারণ অসহায় মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি সদস্যরা যেভাবে কাজ করছে তা অবশ্যই প্রশংসনীয়।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০