শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড় সদর উপজেলার ঠুটাপাখুরি থেকে কাজির হাট মধুপাড়া ভায়া রাস্তার ১০০০ থেকে ১৭০০ মিটার পাকাকরণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (১০ মে) সকালে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। এসময় আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ, রাস্তা সহ বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন তিনি।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান জনাব আমিরুল ইসলাম। এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং ইউনিয়ন আওয়ামীগের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আবু সায়েদ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।