Pallibarta.com | নৌকাবাইচ জিতে মিলল সোনার নৌকা - Pallibarta.com

মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১

নৌকাবাইচ জিতে মিলল সোনার নৌকা

নৌকাবাইচ জিতে মিলল সোনার নৌকা

নৌকাবাইচ জিতে মিলল সোনার নৌকা ।
মুজিববর্ষ উপলক্ষে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ৩ দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা। এ সময় বিজয়ী দলকে পুরস্কার হিসেবে সোনার নৌকা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার করচার হাওরে পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে ওই প্রতিযোগিতার সমাপ্ত হয়।

তিন দিনব্যাপী অনুষ্ঠিত মনোজ্ঞ নৌকাবাইচ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেওয়া নৌকাগুলোর মধ্যে আল্লার দান, মা চন্ডি, সোনার পাখি, রংবাজ, রূপলী পবন, দুরন্ত ও পবন উল্লেখযোগ্য।

এসব নৌকার মধ্যে প্রতিযোগিতায় প্রথম স্থান হয় আল্লার দান গৌরারং সুনামগঞ্জ, দ্বিতীয় মা চন্ডি কোম্পানীগঞ্জ সিলেট এবং তৃতীয় হয় সোনার পাখি বিশ্বম্ভরপুর। পরে প্রথম বিজয়ী নৌকার অধিনায়ককে হাতে সোনার নৌকা পুরস্কার তুলে দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০