Pallibarta.com | নোয়াখালী জেলার জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ৩ - Pallibarta.com

বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১

নোয়াখালী জেলার জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ৩

নোয়াখালী জেলার জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ৩

নোয়াখালী জেলার জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ৩ ।
নোয়াখালী জেলা জামায়াতের আমির মাওলানা আলা উদ্দিনসহ (৬০) ৩ জনকে গ্রেপ্তার করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অপর দুজন হচ্ছেন, জেলা জামায়াতের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মো. নাছিমুল গনি চৌধুরী মহল (৪৫) ও ফখরুল ইসলাম দাওদ (৪০)।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে বেগমগঞ্জের চৌমুহনী বাজারে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি ঝটিকা মিছিল করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এ সময় নাশকতা, আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তারা।

পরে এ ঘটনায় বাদী হয়ে জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে পুলিশ।

বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন জানান, মামলায় এজাহারভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বুধবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০