নোয়াখালীতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান - Pallibarta.com

মঙ্গলবার, ৬ জুন ২০২৩

নোয়াখালীতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান

নোয়াখালীতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে সড়ক দূর্ঘটনায় নিহত ছাত্রলীগ নেতা জুয়েল সাহার হত্যাকারীদের শাস্তির দাবি এবং সড়কে নিরাপত্তা জোরদারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ এপ্রিল) দুপুর ১২ টায় নোয়াখালীর সমন্বিত সামাজিক সংগঠন গুলোর আয়োজনে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নোয়াখালী ইয়ুথ ফোরাম এর সভাপতি হামিদ রনি’র সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন দাবি আদায়ে বক্তব্য রাখেন আলোকিত মানবিক অর্গানাইজেশনের সভাপতি পারভেজ মোল্লা, রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালীর এডমিন সৌমেন তপু, কাদের রাসেল, নিরাপদ নোয়াখালী চাই এর চেয়ারম্যান সাইফুর রহমান রাসেল, নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স এর আফরোজা লামিয়া, রোমানা ইসলাম, সুমন চন্দ্র ভৌমিক, চৌমুহনী ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা টি আই সুজন।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে নোয়াখালী সামাজিক সংগঠন নোয়াখালী ব্লাড হান্টার, সাদা ছড়ি,
কুহক সমাজ কল্যাণ ও সাইবার অর্গানাইজেশন বাংলাদেশ, ড্রীম লাইট অফ হেল্প সেন্টার সহ নোয়াখালীর অন্যান্য সামাজিক সংগঠনের সদস্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, এক রাস্তার শহর মাইজদী। কিন্তু এখানে অদক্ষ ড্রাইভারদের বেপরোয়া গতির কারনে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটেই চলছে। গত ৮ এপ্রিলও মাইজদী মাস্টার পাড়া গ্রীণ হলের সামনে ভয়াবহ দূর্ঘটনায় জুয়েল সাহা নামের এক ছাত্রলীগ নেতাকে প্রাণ দিতে হয়েছে। আহত বাকি দুজনের অবস্থাও আশংকাজনক। শহরে অনিয়ন্ত্রিত গতিতে গাড়ি চলাচল, যত্রতত্র গাড়ি পার্কিং করা এবং ফুটপাত দখল করে দোকানপাট গড়ে তোলায় এ ধরণের দূর্ঘটনা বেড়েই চলছে।

এসময় সড়ক দূর্ঘটনা রোধে মানববন্ধন থেকে ৬ দফা দাবি আদায়ে প্রস্তাবনা দেওয়া হয় এবং নোয়াখালী জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

মানববন্ধন থেকে জানানো দাবী গুলো হলো -, নোয়াখালী ফোরলেন এর কাজ দ্রুত সম্পন্ন করতে হবে, শহরের ভেতরে যানবাহন চলাচলে নির্দিষ্ট গতি নির্ধারন করে দিতে হবে। রাস্তার দুই পাশে রোড় ম্যাপ সাইন দিতে হবে, পথচারীদের চলাচলের জন্য রাস্তার দুই পাশে ফুটপাত দখলমুক্ত করতে হবে।, রাস্তার পাশে যত্রতত্র গাড়ি পার্কিং না করে নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে ঠিকাদারগণ রাস্তার কাজ শেষ করতে না পারলে আশু দূর্ঘটনার দায়ভার কর্তৃপক্ষের উপর বর্তাবে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০