মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
কাজী নাফিস ফুয়াদ, মাদারিপুর প্রতিনিধিঃ
মাদারীপুর সদর উপজেলায় নিখোঁজের একদিন পর লামিয়া (১১) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।ভুক্তভোগী পরিবারের ধারনা তাকে হচ্ছে ধর্ষণের শেষে তাকে হত্যা করা হয়েছে।
শুক্রবার(২১অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা সদর উপজেলা কালিকাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের একটি ফসলি জমিতে লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করে।
নিহত লামিয়া কালিকাপুর ইউনিয়নের হোসেনাবাদ গ্রামের লোকমান ফকিরের মেয়ে।
পরিবার ও স্থানীয় ও সূত্রে জানাযায়, নিহত লামিয়া গত বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের হোসনাবাদ নিজ এলাকা থেকে নানা বাড়ি চরনাসনাতে বেড়াতে যাওয়ার পথে নিখোঁজ হয়।এরপরে তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ কিছু পোষ্ট দেয়।সারাদিন পার হওয়ার পরেও রাতে বাড়ি আর ফিরেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে মেয়েকে না পেয়ে মেয়ের সন্ধান চেয়ে মাদারীপুর থানায় জিডি করে তার বাবা। পরে শুক্রবার রাতে লামিয়া আক্তার(১১) এর মৃতদেহ কালিকাপুর ইউনিয়ন এলাকায় একটি ফসলের ক্ষেতে দেখতে স্হানীয়রা পরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করে।
নিহত লামিয়ার বাবা লোকমান ফকির বলেন, আমার মেয়েকে কিছু বখাটে ছেলেরা ধর্ষণ শেষে হত্যা করেছে আমি এর কঠিন শাস্তি দাবি করি।
নিহতের মা জনি বেগম জানান,আমার মেয়ে লামিয়াকে ধর্ষণ করে মেরে ফেলেছে। যারা আমার মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছে আমি তাদের কঠোর শাস্তি দাবি করি প্রশাসন এবং সরকারের কাছে। যদিও এখোনো কোন রিপোর্ট পাওয়া যায়নি ধর্ষন বা হত্যার।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, এই ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ধর্ষণ শেষে নির্জণ স্থানে লাশটি ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।