সোমবার, ১৬ মে ২০২২
নাটোরের বড়াইগ্রামে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ছয় হাজার ৬০০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে র্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
এ সময় ওই প্রতিষ্ঠানগুলোকে তিন লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। শুক্রবার (১৩ মে) বিকালে বড়াইগ্রাম উপজেলার জোনাইল বাজারে অভিযান চালিয়ে ওই সয়াবিন তেল জব্দ করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, চলমান অভিযানের অংশ হিসেবে শুক্রবার বিকালে বড়াইগ্রাম উপজেলার জোনাইল বাজারের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় ভোক্তা অধিকার ও র্যাবের যৌথ দল।
এ সময় ওই প্রতিষ্ঠানের গোডাউনে তল্লাশি চালিয়ে তেলগুলো জব্দ করা হয়। রাতেই জব্দ করা তেল ন্যায্যমূল্যে ক্রেতাদের কাছে বিক্রি করা হয়।