সোমবার, ২ অক্টোবর ২০২৩
হুমায়ুন কবীর, রাজশাহীঃ
আজ বেলা ১২ টায় রাজশাহী কলেজের হিন্দু হোষ্টেল থেকে একটি আনন্দ মিছিল বের করে রাজশাহী মহানগর ছাত্রলীগের নেতা কর্মী বৃন্দ। সভাপতি নুর মোহাম্মদ সিয়াম ও সাধারন সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজের নেতৃত্বে আনন্দ মিছিলটি শহর প্রদক্ষিণ করে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে কর্মসুচী শেষ করে।
পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে নগর ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক নবগঠিত কমিটির সভাপতি সাধারন সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ কে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। বক্তব্যে বলেন দেশের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা প্রশংসনীয় এই ধারাবাহিকতা ধরে রাখতে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হয়ে সকল সাংগঠনিক কর্মকান্ডে অংশগ্রহণ করবে।
বিএনপি জামায়াত নাশকতা অরাজকতা সৃষ্টি করলে প্রশাসনের পাশাপাশি ছাত্রলীগও রাজপথে থেকে তাদের দমন করবে।
উল্লেখ যে বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমিটিতে সভাপতি হিসেবে সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে শেখ ওয়ালি আসিফ ইনান দায়িত্ব পেয়েছেন।মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনের ১৩ দিন পর নতুন কমিটি ঘোষণা করা হলো। এর আগে ৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের জাতীয় সম্মেলন হয়। কিন্তু সম্মেলনে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়নি।