নগরীর ৬ ওয়ার্ডের রবিদাস পল্লীতে গরীব দুঃস্থদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন মেয়র লিটন - Pallibarta.com

শনিবার, ২ ডিসেম্বর ২০২৩

নগরীর ৬ ওয়ার্ডের রবিদাস পল্লীতে গরীব দুঃস্থদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন মেয়র লিটন

নগরীর ৬ ওয়ার্ডের রবিদাস পল্লীতে গরীব দুঃস্থদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন মেয়র লিটন

হুমায়ুন কবীর, রাজশাহীঃ
শনিবার ২১ জানুয়ারী ২০২৩ তারিখে নগরীর ৬ ওয়ার্ডের বাগান পাড়ার রবিদাস পল্লীতে গরীব দুঃস্থ মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচ এম খায়রুজ্জামান লিটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক ৩ নং ওয়ার্ড কাউন্সিলার মোঃ কামাল হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সভাপতি শ্যামল দাদা, এ্যাড. শিখা , রবিদাস পল্লী সমাজের মন্ডল সহ লিটন দাস, জীবন, রিপন সহ প্রমুখ স্থানীয় নেতৃবৃন্দ। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মেয়র বলেন রাজশাহী অঞ্চলে শীতের প্রকোপ বেশি তাই আমরা চেষ্টা করছি অসহায় দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র দিয়ে কিছুটা তাদের পাশে দাঁড়াতে। বক্তব্যে তিনি আরও বলেন আগামী ২৯ জানুয়ারী ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন। ৫ বছর পর তিনি রাজশাহীতে আসছেন। আমরা রাজশাহীবাসী তাঁকে সম্মান ও ভালোবাসায় সম্মানিত করবো আপনারা সকলে জনসভায় উপস্থিত থেকে মাননীয় প্রধানমন্ত্রীর জনসভা কে সফল করবেন। বক্তব্য শেষে তিনি প্রতিবন্ধী ও বৃদ্ধ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। রবিদাস পল্লীর প্রায় সাত শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১