মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
হুমায়ুন কবীর, রাজশাহীঃ
রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন ক্ষুদ্র জামিরা নামক এলাকায় অপারেশন পরিচালনা করে ৫৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. ইমন আলী (১৯) কে গ্রেফতার করেছে র্যাব-৫, রাজশাহী।
গত ২২ জানুয়ারি রাত সোয়া ৮ টার দিকে এ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি রাজশাহী জেলার পুঠিয়া থানার শিবপুর হাট গ্রামের মো. কাওছার আলীর ছেলে।
আজ ২৩ জানুয়ারি সিপিএসসি, র্যাব-৫, রাজশাহীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে, রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন ক্ষুদ্র জামিরা গ্রামস্থ’ জনৈক এনাম হাজী, পিতা-মৃত ছোবহান মন্ডল এর আমবাগানের সামনে কাঁচা রাস্তার উপর ১ জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য সহ অবস্থান করছে।
উক্ত সংবাদ পেয়ে উক্ত ঘটনাস্থল পৌঁছা মাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে ১ জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা কালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে ঘটনাস্থলেই আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, তার নিকট অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট আছে এবং অবৈধভাবে উক্ত উদ্ধারকৃত ইয়াবা অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল।
আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।