মঙ্গলবার, ৬ জুন ২০২৩
হুমায়ুন কবীর রাজশাহীঃ
রাজশাহীতে আরিফুল ইসলাম জন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত ১০ টায় নগরীর রাজারহাতা এলাকায় সিটি কলেজের সামনে নির্মানাধীন রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গুলিবিদ্ধ হন তিনি। আহত জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ আরিফুল ইসলাম নগরীর রাজারহাতা এলাকার মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আসলাম সরকারে ভাতিজা।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০ টার দিকে আরিফুল ইসলাম জনের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মহানগর ছাত্রলীগের সাবেক এক নেতার ছোড়া গুলিতে পায়ে গুলিবিদ্ধ হন তিনি। তাকে তাৎক্ষণিক আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আশংকা মুক্ত আছেন রাজশাহী মেডিকেল হাসপাতালে ৪ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। আহত জনের পরিবারে দাবি সাবেক ছাত্রলীগের নেতা রাজিব তাকে লক্ষ করে গুলি করে এতে জন মারাত্মক ভাবে জখম হয়।
এ বিষয় নিয়ে সরাসরি সাবেক ছাত্রলীগ নেতা রাজিবের সাথে যোগাযোগ করা হলে পল্লী বার্তা প্রতিনিধিকে দেওয়া বক্তব্যে ছাত্রলীগ নেতা রাজিব নিজেকে নির্দোষ দাবী করেন এবং তিনি বলেন
“জন একজন মাদক ব্যবসায়ী এবং নিজেও মাদকাসক্ত। প্রায় প্রতিদিনই তিনি সন্ধ্যার পরে তার ব্যাবহৃত প্রাইভেট কারে মাদক বিক্রি ও সেবন করে এবং রাজশাহীতে নির্মিত শহীদ মিনার এলাকায় মাদক সেবন করে অপ্রীতিকর কথাবার্তা গালাগালি করে।
গতকাল রাতেও নেশাগ্রস্ত অবস্থায় নির্মানাধীন শহীদ মিনার এলাকায় চিল্লাচিল্লি গালাগালি করছিলো, তখন আমি তাকে শহীদ মিনার এলাকায় এসব নোংরামি করতে নিষেধ করলে সে দাম্ভিকতা দেখিয়ে বিএনপির সাবেক মেয়র মিনু সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের নিয়ে খারাপ মন্তব্য ও গালাগালি করে। এক পর্যায়ে আমার সাথে তর্ক বিতর্ক শুরু হলে আমাকে সবাই সরিয়ে দেয় ঠিক সেই সময় আমাকে মারার উদ্দেশ্যে তার (জনের) হুকুমে তার সহযোগী আকরাম প্রাইভেট কার থেকে পিস্তল বের করে, ধস্তাধস্তির একপর্যায়ে আকরামের হাতে থাকা পিস্তলের ছোঁড়া গুলিতে জনের পায়ে লাগে।
আমার কাছে কোন ধরনের অস্ত্র ছিলোনা। আর জন নেশাগ্রস্ত অবস্থায় ছিলো। সাবেক ছাত্রলীগ নেতা রাজিব আরো বলেন জনের বিরুদ্ধে মাদকসহ আটক ও বিক্রয়ের মামলা আছে। সে রাত্রি বেলায় তার প্রাইভেট কারে করে শহরের বিভিন্ন জায়গায় মাদক বিক্রি ও সেবন করে”। অত্র এলাকার বাসিন্দা নাহিদ শেখ ও ফায়সাল হোসেন “বলেন যুবদল নেতা জন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত তার প্রাইভেট কারে মাদক ও নারী নিয়ে ঘুরতে দেখা যায়, ঘটনার সময় তারা উপস্থিত ছিলেন এবং নিজেদের গুলিতে জন আহত হয়েছে জনকে রাজিব গুলি করেনি”। এ নিয়ে অত্র এলাকায় উত্তেজনা বিরাজ করছে।