শুক্রবার, ২ জুন ২০২৩
ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছেন সন্দীপ লামিচানে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রায় এক মাস পর নেপালে ফেরার পর কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে নেপাল পুলিশ।
তাকে দেশে ফেরাতে গত মাসের শেষ সপ্তাহে ইন্টারপোলের সাহায্য নেয় নেপালের পুলিশ। ইন্টারপোল পরোয়ানা জারির ১০ দিনের মাথায় দেশে ফিরলেন নেপালের এই ক্রিকেটার। অবশ্য দেশে ফেরার আগে এক ফেসবুক বার্তায় ফেরার ঘোষণা দিয়েছিলেন লামিচানে নিজেই। কোন ফ্লাইটে, কখন কাঠমান্ডুতে পৌঁছাবেন, সেটাও তিনি সেই বার্তায় জানিয়েছিলেন।
চলতি মাসের শুরুতে লামিচানের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ করেন ১৭ বছর বয়সী এক কিশোরী। এই অভিযোগের পর মামলা নথিভুক্ত হলে গত ৯ সেপ্টেম্বর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে নেপাল পুলিশ।
এমন কান্ডের পর লামিচানেকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)।