Pallibarta.com | ধর্ষণের অভিযোগে কোরিয়ান কে পপ স্টার গ্রেফতার। Separato

বুধবার, ২০ অক্টোবর ২০২১

ধর্ষণের অভিযোগে কোরিয়ান কে পপ স্টার গ্রেফতার।

 

অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এক চাইনিজ-কানাডিয়ান পপ স্টার। তার নাম ক্রিস উ।

বেইজিংয়ের পুলিশ জানিয়েছে, অনলাইনে পাওয়া অভিযোগের ভিত্তিতে ৩০ বছর বয়সী ওই পপ স্টারের বিরুদ্ধে তদন্ত চালায় তারা। তিনি ‘তরুণ এক মহিলার সঙ্গে বহুবার যৌন সম্পর্ক স্থাপন করে প্রতারণা করেছেন’।

এই মাসের শুরুতে ক্রিস উর বিরুদ্ধে অভিযোগ পায় পুলিশ। এক নারী মদ্যপ অবস্থায় তার হাতে নির্যাতনের শিকার হন বলে অভিযোগ করেন।

ক্রিস উ চীনের বড় সেলিব্রেটিদের একজন। তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

এই পপ স্টারের বিরুদ্ধে প্রথম অভিযোগ আনেন, ১৯ বছর বছর বয়সী ছাত্রী ডু মেইঝু। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, ১৭ বছর বয়সে ক্রিস উ’র সঙ্গে সাক্ষাৎ হয় তার।

মেইঝু জানান, তাকে এক ঘরোয়া পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। যেখানে তাকে জোর করে অ্যালকোহল পান করানো হয় এবং যা ফলে তার ঘুম ভাঙে পরদিন।

তাকে বলেছেন এমন সাত নারীর বরাতে মেইঝু আরও জানান, ক্রিস উ চাকরি ও অন্যান্য সুবিধা দেওয়ার অঙ্গীকার করে আরও তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। তাদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্কও রয়েছে।

কমপক্ষে ২৪ জন নারী ক্রিস উ’র অসংগত আচরণের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

কে-পপ এক্সো’র সদস্য হিসেবে প্রথম খ্যাতি অর্জন করেন ক্রিস উ। পরে ২০১৪ সালে এই বয়ব্যান্ড ছেড়ে নিজেই শুরু করেন সোলো ক্যারিয়ার। শিগগিরই তিনি গায়ক, অভিনেতা, মডেল ও ট্যালেন্ট শো’র বিচার হিসেবে সফলতা অর্জন করেন।

 

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১