ধর্মীয় অনুভতিতে আঘাত; বিক্ষুদ্ধ ধর্মপ্রাণ মুসলমান - Pallibarta.com

শুক্রবার, ২ জুন ২০২৩

ধর্মীয় অনুভতিতে আঘাত; বিক্ষুদ্ধ ধর্মপ্রাণ মুসলমান

ধর্মীয় অনুভতিতে আঘাত; বিক্ষুদ্ধ ধর্মপ্রাণ মুসল্লী

পঞ্চগড়ের আটোয়ারী থেকে ৯৯৯-এ ফোন করার প্রায় দুই ঘন্টা পর পুলিশের উপস্থিতি। ইতোমধ্যে চম্পট দিয়েছে আল্লাহ ও বিশ্ব নবী সর্ম্পকে কটুক্তিসহ পবিত্র কোরআন শরীফকে অবমাননাকারী। ঘটনাটি শনিবার রাতে উপজেলার তোড়িয়া ইউনিয়নের দাড়খোর ডুংডুংগী বাজারে ঘটেছে।

এঅবস্থায় প্রায় দুই শতাধিক বিক্ষুদ্ধ ধর্মপ্রাণ মুসল্লী ওই রাতেই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে ওই কুলাঙ্গারকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জোড় দাবী জানায় এবং দ্রুত পুলিশী সেবা না পাওয়ার প্রতিবাদ জানায়।

পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর আশ্বাস পেয়ে মুসল্লিরা ঘরে ফিরে। উল্লেখ, দাড়খোর গ্রামের জিয়ার উদ্দীনের পুত্র এলাকার চিহ্নিত ফেনসিডিল ব্যবসায়ী ফয়জুল হক (৪৫) বেশ কিছু দিন হতে হাট -বাজার সহ জনসমাগম স্থলে মহান রাব্বুল আল আমিন আল্লাহ তায়ালা ও বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সঃ) কে অস্বীকার তাঁদের সর্ম্পকে নানান কটুক্তি সহ পবিত্র কোরআন শরীফকে অবমাননাকর কথা বলে আসছিল।

এঅবস্থায় শনিবার(১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডুংডুংগী বাজারে প্রকাশ্য এরুপ কথা-বার্তা বলতে থাকলে দাড়খোর গ্রামের মৃত মতিবদ্দিনের পুত্র মোঃ শামসুল হক (৫২), মৃত কমিজ উদ্দীনের পুত্র মোঃ সাদ্দাম (৩০) ও মোঃ মসলিম উদ্দীনের পুত্র মোঃ হাসান আলী (৩০) সহ বাজারে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লীগণ এর প্রতিবাদ জানায় এবং তাকে মানব জালে ঘিরে রেখে ৯৯৯-এ ফোন দেয়।

পর পর দুই বার ৯৯৯-এ ফোন দেওয়ার দীর্ঘ সময়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত না হওয়ায় ইতিমধ্যে ফয়জুল চম্পট দেয়। এরিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার ২৪ ঘন্টা অতিক্রম হলেও পুলিশ ওই কুলাঙ্গারকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। এঅবস্থায় আটোয়ারীসহ আশ-পাশ এলাকায় ধর্মপ্রাণ মুসল্লীগণ ফুঁসে উঠছে। যেকোন মুহুর্তে এর বিস্ফোরণ ঘটে বিক্ষোভে রুপ নিতে পারে বলে স্থানীয় আলেম সমাজ জানায়।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০