দৌলতপুরে আফাজ উদ্দিন প্রাথমিক শিক্ষা মেধা বৃত্তি প্রদান - Pallibarta.com

রবিবার, ৪ জুন ২০২৩

দৌলতপুরে আফাজ উদ্দিন প্রাথমিক শিক্ষা মেধা বৃত্তি প্রদান

দৌলতপুরে আফাজ উদ্দিন প্রাথমিক শিক্ষা মেধা বৃত্তি প্রদান

কুষ্টিয়ার দৌলতপুরে প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য “আফাজ উদ্দিন আহমেদ প্রাথমিক শিক্ষা মেধা বৃত্তি” প্রদান করা হয়েছে।

বুধবার(০৭ ডিসেম্বর) ১২ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মেধা বৃত্তি পুরস্কার প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রয়াত নেতা আফাজ উদ্দিন আহমেদের পুত্র ও দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভকেট এজাজ আহমেদ মামুন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৫, কুষ্টিয়া-১(দৌলতপুর) আসনের সংসদ সদস্য আঃকাঃমঃ সরওয়ার জাহান বাদশাহ্ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল জব্বার, দৌলতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাঈদা সিদ্দিকা।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আফাজ উদ্দিন আহমেদ ছিলেন দৌলতপুরের একজন বর্ষীয়ান নেতা, গণমানুষের নেতা, আমার নেতা ছিলেন তিনি। ৭৫,কুষ্টিয়া-১(দৌলতপুর) আসনের সংসদ সদস্য ছিলেন তিনি। গত বছরে করোনা আক্রান্ত হয়ে তিনি মারা যান। এ বছর থেকেই আফাজ উদ্দিন আহমেদ প্রাথমিক শিক্ষা মেধা বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নেন তার সুযোগ্য সন্তান দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন।

এবছর ২ ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা মেধাবৃত্তি প্রদান করা হয়েছে ।উপজেলায় ৩১ জন শিক্ষার্থীকে প্রাথমিক শিক্ষা মেধাবৃত্তি প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে মেধাবৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রী সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০